মেনু নির্বাচন করুন

নিয়মকানুন ও শৃঙ্খলা সম্পর্কিত অবশ্যই পালনীয়ঃ

১। প্রত্যেক ছাত্রছাত্রীকে অবশ্যই নিয়মিতভাবে যথাসময়ে নির্ধারিত পোষাকে প্রতিষ্ঠানে উপস্থিত হতে হবে।

২। প্রতিষ্ঠানে বিলম্ব উপস্থিতি শৃঙ্খলা পরিপন্থী আচরণ হিসেবে গণ্য হবে।

৩। ছাত্র-ছাত্রীদের করণীয় বর্যণীয় বিষয়গুলো সব সময়ের জন্য যথাযথ ভাবে পালন করতে হবে।

৪। অনুপস্থিতির জন্য দিন ৫ টাকা হারে জরিমানা প্রদান করতে হবে। উপযুক্ত কারণ ছাড়া উপস্থিতির হার ৮০% এর কম হলে বার্ষিক পরিক্ষায় অংশগ্রহণ করতে দেও্য়া হবে না।

৫। মোবাইল ফোন, ডিজিটাল ক্যামেরা, ট্যাবলেট পিসি, সোনার গহনা বা মূল্যবান সামগ্রী প্রতিষ্ঠানে নিয়ে আসা যাবেনা।

৬। প্রতিষ্ঠানের আসবাবপত্র ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র সঠিকভাবে ব্যাবহার করতে হবে।

৭। অবশ্যই একাডেমিক ক্যালেন্ডার ও সিলেবাস অনুযায়ী প্রতিটি পরিক্ষা অনুষ্ঠিত হবে।

৮। পরীক্ষার জন্য নির্ধারিত ফি যথাসময়ে প্রদান পূর্বক প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে। প্রবেশ পত্র ছাড়া কোন শিক্ষার্থীকে পরিক্ষায় অংশগ্রহণ করতে দেওইয়া হবেনা।

৯। প্রতিষ্ঠানে অধ্যয়নরত অবস্থায় কোন শিক্ষার্থী কোন অসামাজিক বা সন্ত্রাসী সংগঠনের সাথে জরিত হতে পারবে না।

১০। কোন শিক্ষার্থীর দারা প্রতিষ্ঠানের অন্য কোন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী অসৌজন্যমূলক আচরণের স্বীকার হলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তার বিরুদ্ধে যে কোন ধরণের কঠোর শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণ করবে।